উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

المعارج

সূরা আল মা’আরিজ

Surah Al-Ma-arij

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

৪১

তাদের পরিবর্তে উৎকৃষ্টতর মানুষ সৃষ্টি করতে এবং এটা আমার সাধ্যের অতীত নয়।

To replace them by (others) better than them; and We are not to be outrun.

৪২

অতএব, আপনি তাদেরকে ছেড়ে দিন, তারা বাকবিতন্ডা ও ক্রীড়া-কৌতুক করুক সেই দিবসের সম্মুখীন হওয়া পর্যন্ত, যে দিবসের ওয়াদা তাদের সাথে করা হচ্ছে।

So leave them to plunge in vain talk and play about, until they meet their Day which they are promised.

৪৩

সে দিন তারা কবর থেকে দ্রুতবেগে বের হবে, যেন তারা কোন এক লক্ষ্যস্থলের দিকে ছুটে যাচ্ছে।

The Day when they will come out of the graves quickly as racing to a goal,

৪৪

তাদের দৃষ্টি থাকবে অবনমিত; তারা হবে হীনতাগ্রস্ত। এটাই সেইদিন, যার ওয়াদা তাদেরকে দেয়া হত।

With their eyes lowered in fear and humility, ignominy covering them (all over)! That is the Day which they were promised!