উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

المعارج

সূরা আল মা’আরিজ

Surah Al-Ma-arij

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

৩১

অতএব, যারা এদের ছাড়া অন্যকে কামনা করে, তারাই সীমালংঘনকারী।

But whosoever seeks beyond that, then it is those who are trespassers.

৩২

এবং যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে

And those who keep their trusts and covenants;

৩৩

এবং যারা তাদের সাক্ষ্যদানে সরল-নিষ্ঠাবান

And those who stand firm in their testimonies;

৩৪

এবং যারা তাদের নামাযে যত্নবান,

And those who guard their Salat (prayers) well.

৩৫

তারাই জান্নাতে সম্মানিত হবে।

Such shall dwell in the Gardens (i.e. Paradise) honoured.

৩৬

অতএব, কাফেরদের কি হল যে, তারা আপনার দিকে উর্ধ্বশ্বাসে ছুটে আসছে।

So what is the matter with those who disbelieve that they hasten to listen from you (O Muhammad SAW), in order to belie you and to mock at you, and at Allah's Book (this Quran).

৩৭

ডান ও বামদিক থেকে দলে দলে।

(Sitting) in groups on the right and on the left (of you, O Muhammad SAW)?

৩৮

তাদের প্রত্যেকেই কি আশা করে যে, তাকে নেয়ামতের জান্নাতে দাখিল করা হবে?

Does every man of them hope to enter the Paradise of delight?

৩৯

কখনই নয়, আমি তাদেরকে এমন বস্তু দ্বারা সৃষ্টি করেছি, যা তারা জানে।

No, that is not like that! Verily, We have created them out of that which they know!

৪০

আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচলসমূহের পালনকর্তার, নিশ্চয়ই আমি সক্ষম!

So I swear by the Lord of all [the three hundred and sixty (360)] points of sunrise and sunset in the east and the west that surely We are Able