المعارج

সূরা আল মা’আরিজ

Surah Al-Ma-arij

(Click on arabic word to see details / শব্দের বিশ্লেষণ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন)

৩১

অতএব, যারা এদের ছাড়া অন্যকে কামনা করে, তারাই সীমালংঘনকারী।

৩২

এবং যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে

৩৩

এবং যারা তাদের সাক্ষ্যদানে সরল-নিষ্ঠাবান

৩৪

এবং যারা তাদের নামাযে যত্নবান,

৩৫

তারাই জান্নাতে সম্মানিত হবে।

৩৬

অতএব, কাফেরদের কি হল যে, তারা আপনার দিকে উর্ধ্বশ্বাসে ছুটে আসছে।

৩৭

ডান ও বামদিক থেকে দলে দলে।

৩৮

তাদের প্রত্যেকেই কি আশা করে যে, তাকে নেয়ামতের জান্নাতে দাখিল করা হবে?

৩৯

কখনই নয়, আমি তাদেরকে এমন বস্তু দ্বারা সৃষ্টি করেছি, যা তারা জানে।

৪০

আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচলসমূহের পালনকর্তার, নিশ্চয়ই আমি সক্ষম!