المعارج

সূরা আল মা’আরিজ

Surah Al-Ma-arij

(Click on arabic word to see details / শব্দের বিশ্লেষণ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন)

২১

আর যখন কল্যাণপ্রাপ্ত হয়, তখন কৃপণ হয়ে যায়।

২২

তবে তারা স্বতন্ত্র, যারা নামায আদায় কারী।

২৩

যারা তাদের নামাযে সার্বক্ষণিক কায়েম থাকে।

২৪

এবং যাদের ধন-সম্পদে নির্ধারিত হক আছে

২৫

যাঞ্ছাকারী ও বঞ্চিতের

২৬

এবং যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে।

২৭

এবং যারা তাদের পালনকর্তার শাস্তির সম্পর্কে ভীত-কম্পিত।

২৮

নিশ্চয় তাদের পালনকর্তার শাস্তি থেকে নিঃশঙ্কা থাকা যায় না।

২৯

এবং যারা তাদের যৌন-অঙ্গকে সংযত রাখে

৩০

কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভূক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না।