(Click on arabic word to see details / শব্দের বিশ্লেষণ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন)
যারা উদাসীন, ভ্রান্ত।
তারা জিজ্ঞাসা করে, কেয়ামত কবে হবে?
যেদিন তারা অগ্নিতে পতিত হবে,
তোমরা তোমাদের শাস্তি আস্বাদন কর। তোমরা একেই ত্বরান্বিত করতে চেয়েছিল।
খোদাভীরুরা জান্নাতে ও প্রস্রবণে থাকবে।
এমতাবস্থায় যে, তারা গ্রহণ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন। নিশ্চয় ইতিপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ,
তারা রাত্রির সামান্য অংশেই নিদ্রা যেত,
রাতের শেষ প্রহরে তারা ক্ষমাপ্রার্থনা করত,
এবং তাদের ধন-সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক ছিল।
বিশ্বাসকারীদের জন্যে পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে,