উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

الذاريات

সূরা আয-যারিয়াত

Surah Az-Zariyat

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

১১

যারা উদাসীন, ভ্রান্ত।

Who are under a cover of heedlessness (think not about the gravity of the Hereafter),

১২

তারা জিজ্ঞাসা করে, কেয়ামত কবে হবে?

They ask; "When will be the Day of Recompense?"

১৩

যেদিন তারা অগ্নিতে পতিত হবে,

(It will be) a Day when they will be tried (i.e. burnt) over the Fire!

১৪

তোমরা তোমাদের শাস্তি আস্বাদন কর। তোমরা একেই ত্বরান্বিত করতে চেয়েছিল।

"Taste you your trial (burning)! This is what you used to ask to be hastened!"

১৫

খোদাভীরুরা জান্নাতে ও প্রস্রবণে থাকবে।

Verily, the Muttaqun (pious - see V. 2:2) will be in the midst of Gardens and Springs (in the Paradise),

১৬

এমতাবস্থায় যে, তারা গ্রহণ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন। নিশ্চয় ইতিপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ,

Taking joy in the things which their Lord has given them. Verily, they were before this Muhsinun (good-doers - see V. 2:112).

১৭

তারা রাত্রির সামান্য অংশেই নিদ্রা যেত,

They used to sleep but little by night [invoking their Lord (Allah) and praying, with fear and hope].

১৮

রাতের শেষ প্রহরে তারা ক্ষমাপ্রার্থনা করত,

And in the hours before dawn, they were (found) asking (Allah) for forgiveness,

১৯

এবং তাদের ধন-সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক ছিল।

And in their properties there was the right of the beggar, and the Mahrum (the poor who does not ask the others).

২০

বিশ্বাসকারীদের জন্যে পৃথিবীতে নিদর্শনাবলী রয়েছে,

And on the earth are signs for those who have Faith with certainty,