উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

الدخان

সূরা আদ দোখান

Surah Ad-Dukhan

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

২১

তোমরা যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন না কর, তবে আমার কাছ থেকে দূরে থাক।

"But if you believe me not, then keep away from me and leave me alone."

২২

অতঃপর সে তার পালনকর্তার কাছে দোয়া করল যে, এরা অপরাধী সম্প্রদায়।

(But they were aggressive), so he [Musa (Moses)] called upon his Lord (saying): "These are indeed the people who are Mujrimun (disbelievers, polytheists, sinners, criminals, etc.)."

২৩

তাহলে তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিবেলায় বের হয়ে পড়। নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধবন করা হবে।

(Allah said): "Depart you with My slaves by night. Surely, you will be pursued.

২৪

এবং সমুদ্রকে অচল থাকতে দাও। নিশ্চয় ওরা নিমজ্জত বাহিনী।

"And leave the sea as it is (quiet and divided). Verily, They are a host to be drowned."

২৫

তারা ছেড়ে গিয়েছিল কত উদ্যান ও প্রস্রবন,

How many of gardens and springs do they [Fir'aun's (Pharaoh) people] left.

২৬

কত শস্যক্ষেত্র ও সূরম্য স্থান।

And green crops (fields etc.) and goodly places,

২৭

কত সুখের উপকরণ, যাতে তারা খোশগল্প করত।

And comforts of life wherein they used to take delight!

২৮

এমনিই হয়েছিল এবং আমি ওগুলোর মালিক করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে।

Thus (it was)! And We made other people inherit them (i.e. We made the Children of Israel to inherit the kingdom of Egypt).

২৯

তাদের জন্যে ক্রন্দন করেনি আকাশ ও পৃথিবী এবং তারা অবকাশও পায়নি।

And the heavens and the earth wept not for them, nor were they given a respite.

৩০

আমি বনী-ইসরাঈলকে অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করছি।

And indeed We saved the Children of Israel from the humiliating torment,