ص

সূরা ছোয়াদ

Surah Sad

(Click on arabic word to see details / শব্দের বিশ্লেষণ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন)

৮১

সে সময়ের দিন পর্যন্ত যা জানা।

৮২

সে বলল, আপনার ইযযতের কসম, আমি অবশ্যই তাদের সবাইকে বিপথগামী করে দেব।

৮৩

তবে তাদের মধ্যে যারা আপনার খাঁটি বান্দা, তাদেরকে ছাড়া।

৮৪

আল্লাহ বললেনঃ তাই ঠিক, আর আমি সত্য বলছি-

৮৫

তোর দ্বারা আর তাদের মধ্যে যারা তোর অনুসরণ করবে তাদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করব।

৮৬

বলুন, আমি তোমাদের কাছে কোন প্রতিদান চাই না আর আমি লৌকিকতাকারীও নই।

৮৭

এটা তো বিশ্ববাসীর জন্যে এক উপদেশ মাত্র।

৮৮

তোমরা কিছু কাল পরে এর সংবাদ অবশ্যই জানতে পারবে।