( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )
সে সময়ের দিন পর্যন্ত যা জানা।
"Till the Day of the time appointed."
সে বলল, আপনার ইযযতের কসম, আমি অবশ্যই তাদের সবাইকে বিপথগামী করে দেব।
[Iblis (Satan)] said: "By Your Might, then I will surely mislead them all,
তবে তাদের মধ্যে যারা আপনার খাঁটি বান্দা, তাদেরকে ছাড়া।
"Except Your chosen slaves amongst them (faithful, obedient, true believers of Islamic Monotheism)."
আল্লাহ বললেনঃ তাই ঠিক, আর আমি সত্য বলছি-
(Allah) said: "The Truth is, and the Truth I say,
তোর দ্বারা আর তাদের মধ্যে যারা তোর অনুসরণ করবে তাদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করব।
That I will fill Hell with you [Iblis (Satan)] and those of them (mankind) that follow you, together."
বলুন, আমি তোমাদের কাছে কোন প্রতিদান চাই না আর আমি লৌকিকতাকারীও নই।
Say (O Muhammad SAW): "No wage do I ask of you for this (the Quran), nor am I one of the Mutakallifun (those who pretend and fabricate things which do not exist).
এটা তো বিশ্ববাসীর জন্যে এক উপদেশ মাত্র।
"It (this Quran) is only a Reminder for all the 'Alamin (mankind and jinns).
তোমরা কিছু কাল পরে এর সংবাদ অবশ্যই জানতে পারবে।
"And you shall certainly know the truth of it after a while.