উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

يس

সূরা ইয়াসীন

Surah Ya-Sin

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

২১

অনুসরণ কর তাদের, যারা তোমাদের কাছে কোন বিনিময় কামনা করে না, অথচ তারা সুপথ প্রাপ্ত।

"Obey those who ask no wages of you (for themselves), and who are rightly guided.

২২

আমার কি হল যে, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে, আমি তাঁর এবাদত করব না?

"And why should I not worship Him (Allah Alone) Who has created me and to Whom you shall be returned.

২৩

আমি কি তাঁর পরিবর্তে অন্যান্যদেরকে উপাস্যরূপে গ্রহণ করব? করুণাময় যদি আমাকে কষ্টে নিপতিত করতে চান, তবে তাদের সুপারিশ আমার কোনই কাজে আসবে না এবং তারা আমাকে রক্ষাও করতে পারবে না।

"Shall I take besides Him aliha (gods), if the Most Beneficent (Allah) intends me any harm, their intercession will be of no use for me whatsoever, nor can they save me?

২৪

এরূপ করলে আমি প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হব।

"Then verily, I should be in plain error.

২৫

আমি নিশ্চিতভাবে তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম। অতএব আমার কাছ থেকে শুনে নাও।

Verily! I have believed in your Lord, so listen to me!"

২৬

তাকে বলা হল, জান্নাতে প্রবেশ কর। সে বলল হায়, আমার সম্প্রদায় যদি কোন ক্রমে জানতে পারত-

It was said (to him when the disbelievers killed him): "Enter Paradise." He said: "Would that my people knew!

২৭

যে আমার পরওয়ারদেগার আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন।

"That my Lord (Allah) has forgiven me, and made me of the honoured ones!"

২৮

তারপর আমি তার সম্প্রদায়ের উপর আকাশ থেকে কোন বাহিনী অবতীর্ণ করিনি এবং আমি (বাহিনী) অবতরণকারীও না।

And We sent not against his people after him a host from heaven, nor do We send (such a thing).

২৯

বস্তুতঃ এ ছিল এক মহানাদ। অতঃপর সঙ্গে সঙ্গে সবাই স্তদ্ধ হয়ে গেল।

It was but one Saihah (shout, etc.) and lo! They (all) were silent (dead-destroyed).

৩০

বান্দাদের জন্যে আক্ষেপ যে, তাদের কাছে এমন কোন রসূলই আগমন করেনি যাদের প্রতি তারা বিদ্রুপ করে না।

Alas for mankind! There never came a Messenger to them but they used to mock at him.