অতীতকাল |
কর্মবাচ্য ক্রিয়া |
কর্তৃবাচ্য ক্রিয়া |
ডাকা হল |
دُعِيَ |
دَعَا |
দেওয়া হল |
أُتِيَ |
أَتَى |
ভুলিয়ে দেওয়া হল |
نُسِيَ |
نَسِيَ |
বর্তমান/ভবিষ্যৎ |
কর্মবাচ্য ক্রিয়া |
কর্তৃবাচ্য ক্রিয়া |
ডাকা হবে |
يُدْعَى |
يَدْعُو |
দেওয়া হবে |
يُؤْتَى |
يَأْتِي |
ভুলিয়ে দেওয়া হবে |
يُنْسَى |
يَنْسَى |
কর্তার সাথে কর্মবাচ্যের ক্রিয়ার রূপ পরিবর্তনঃ
دُعُوْا |
دُعِيَا |
دُعِيَ |
دُعِيْنَ |
دُعِيَتَا |
دُعِيَتْ |
دُعِيْتُمْ |
دُعِيْتُمَا |
دُعِيْتَ |
دُعِيْتُنَّ |
دُعِيْتُمَا |
دُعِيْتِ |
دُعِيْنَا |
|
دُعِيْتُ |
বর্তমানকালের ক্রিয়ার কর্মবাচ্য রূপঃ
يُدْعَوْنَ |
يُدْعَيَانِ |
يُدْعَى |
يُدْعَيْنَ |
تُدْعَيَانِ |
تُدْعَى |
تُدْعَوْنَ |
تُدْعَيَانِ |
تُدْعَى |
تُدْعَيْنَ |
تُدْعَيَانِ |
تُدْعَيْنَ |
نُدْعَى |
|
أُدْعَى |
কুরআনীয় উদাহরণঃ
আর যখন তাদেরকে বলা হয় যে, দুনিয়ার বুকে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করো না, |
وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ |
এবং কাজ শেষ হয়ে গেল, আর জুদী পর্বতে নৌকা ভিড়ল |
وَقُضِيَ الْأَمْرُ وَاسْتَوَتْ عَلَى الْجُودِيِّ |
পরহেযগারদেরকে যে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে, তার উদাহরণ |
مَّثَلُ الْجَنَّةِ الَّتِي وُعِدَ الْمُتَّقُونَ |
আর আমলনামা সামনে রাখা হবে |
وَوُضِعَ الْكِتَابُ |
আমাকে নিষেধ করা হয়েছে তাদের এবাদত করতে |
إِنِّي نُهِيتُ أَنْ أَعْبُدَ |
এবং কাফেরদেরকে হাঁকিয়ে নেয়া হবে |
وَسِيقَ الَّذِينَ كَفَرُوا |
যে ব্যক্তি প্রতিশোধ নেয় ততটুকু যতটা সে নিপিড়ীত হয়েছে |
وَمَنْ عَاقَبَ بِمِثْلِ مَا عُوقِبَ بِهِ |
আর তোমরা যদি আল্লাহর পথে নিহত হও |
وَلَئِن قُتِلْتُمْ فِي سَبِيلِ اللَّهِ |
এ কারণে যে, যখন এক আল্লাহকে ডাকা হত |
بِأَنَّهُ إِذَا دُعِيَ اللَّهُ وَحْدَهُ |
আর যখন তাদের সামনে তার আয়াত পাঠ করা হয় |
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ |
যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী |
إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجًّا |
এবং পর্বতমালা ভেঙ্গে চুরমার হয়ে যাবে |
وَبُسَّتِ الْجِبَالُ بَسًّا |
তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোন |
وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ |
তার পক্ষে কোন সুপারিশও কবুল হবে না |
وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ |
কারও কাছ থেকে ক্ষতিপূরণও নেয়া হবে না |
وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ |
এবং তারা কোন রকম সাহায্যও পাবে না |
وَلَا هُمْ يُنصَرُونَ |
ঐ দিনকে ভয় কর, যে দিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে |
وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ |
তাদের জন্যে আগুনের পোশাক তৈরী করা হয়েছে |
قُطِّعَتْ لَهُمْ ثِيَابٌ مِّن نَّارٍ |
তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেয়া হবে |
يُصَبُّ مِن فَوْقِ رُءُوسِهِمُ الْحَمِيمُ |
কোর্স বিষয়বস্তু