لَمْلَمَّا .  শব্দটি  الْمُضَارِعُ এর পুর্বে বসে তাকে মাজ্জুম করে এবং অতীত অর্থ তৈরী করে

তুমি কি জান না যে, আল্লাহ সব কিছুর উপর শক্তিমান?

أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّـهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ‌

আর যারা আল্লাহ যা অবতীর্ণ করেছেন, তদনুযায়ী ফয়সালা করেনি

وَمَن لَّمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ

যারা ঈমান এনেছে এবং স্বীয় বিশ্বাসকে শিরকের সাথে মিশ্রিত করেনি

الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُم بِظُلْمٍ

আমি কি তোমার জন্য তোমার বক্ষ উম্মুক্ত করে দিইনি?

أَلَمْ نَشْرَ‌حْ لَكَ صَدْرَ‌كَ

তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না

عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ

তিনি কাউকে জন্ম দেননি এবং না তিনি জন্ম নিয়েছেন

لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ

এখনও তোমাদের অন্তরে বিশ্বাস প্রবেশ করেনি

وَلَمَّا يَدْخُلِ الْإِيمَانُ فِي قُلُوبِكُمْ

 

লক্ষ্যণীয়ঃ

لَمَّا  অতীত কালের ক্রিয়ার পুর্বে আসলে যখন অর্থ দেয়।

অতঃপর যখন প্রেরিত দূতরা লূতের পরিবারের কাছে আসলো

فَلَمَّا جَاءَ آلَ لُوطٍ الْمُرْسَلُونَ

অতঃপর যখন তারা তা দেখল, বলল, আমরা তো অবশ্যই পথভ্রষ্ট

فَلَمَّا رَأَوْهَا قَالُوا إِنَّا لَضَالُّونَ

 

এখনও করা হয়নি অর্থে এরপর بَعْدُ   শব্দটি আসে,

আমার বাবা এখনও ফিরে আসেন নি

لَمْ يَرجِعْ أَبِيْ بَعْدُ

আমি তাকে এখনও একটি চিঠি লিখিনি

لَمْ أَكْتُبْ لَهُ رِسَالَةً بَعْدُ

আমি এখনও বিবাহ করিনি

لَمْ أَنْكَحْ بَعْدُ

 

কোর্স বিষয়বস্তু

7 চ্যাপ্টার • 64 পাঠ