অতীত কালের ক্রিয়ার পূর্বে বিভিন্ন অব্যয় আসলে বিভিন্ন ধরনের অর্থ হয়ে থাকে। যেমন নিচের চার্টটি আমরা খেয়াল করি,
হামিদ আরবী পড়েছে |
دَرَسَ حَامِدٌ العَرَبِيَّةَ |
|
নিশ্চয়ই হামিদ আরবী পড়েছে |
قَدْ دَرَسَ حَامِدٌ العَرَبِيَّةَ |
قَدْ + |
হামিদ মাত্র আরবী পড়েছে |
قَدْ دَرَسَ حَامِدٌ العَرَبِيَّةَ |
قَدْ + |
হামিদ আরবী পড়েছিলো |
كَانَ دَرَسَ حَامِدٌ العَرَبِيَّةَ |
كَانَ + |
হামিদ সম্ভবত আরবী পড়েছে |
لَعَلَّمَا دَرَسَ حَامِدٌ العَرَبِيَّةَ |
لَعَلَّمَا + |
হামিদ যদি আরবী পড়তো! |
لَيْتَمَا دَرَسَ حَامِدٌ العَرَبِيَّةَ |
لَيْتَمَا + |
ক) অতীতকালের ক্রিয়ার পূর্বে قَدْ বসলে তা নিশ্চয়তা কিংবা নিকট অতীতে করা বোঝায়। যেমন,
নিশ্চয়তা অর্থে,
নিশ্চয়ই আমি আয়াত সুস্পষ্ট করেছি বিশ্বাসী জাতির জন্য |
قَدْ بَيَّنَّا الْآيَاتِ لِقَوْمٍ يُوقِنُونَ |
নিশ্চয়ই সে সফল হয়েছে যে পবিত্র হয়েছে |
قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا |
এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ হয় |
وَقَدْ خَابَ مَن دَسَّاهَا |
আল্লাহ তাকে উত্তম রিযিক দিয়েছেন |
قَدْ أَحْسَنَ اللَّهُ لَهُ رِزْقًا |
আল্লাহ সবকিছুর জন্যে একটি পরিমাণ স্থির করে রেখেছেন |
قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا |
অবশ্যই সত্য এসেছে তোমাদের কাছে তোমাদের রব থেকে |
قَدْ جَاءَكُمُ الْحَقُّ مِن رَّبِّكُمْ |
নিকট অতীত অর্থে,
শিক্ষকটি এইমাত্র শ্রেণীকক্ষে প্রবেশ করলো |
قَدْ دَخَلَ الْمُدَرِّسُ الفَصْلَ |
প্রত্যেক লোক এইমাত্র তাদের পান করার জায়গা জেনে নিল |
قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ |
গ) দূর অতীত কাল كَانَ + الْمَاضِي
অতীতে একটা কাজ অনেক পুর্বে হয়েছিল এরুপ বোঝাতে كَانَ + الْمَاضِي ব্যবহৃত হয়।
সামির আরবী ভাষা পড়েছিল |
كَانَ سَمِيرُ دَرَسَ اللُّغَةَ الْعَرَبِيَّةَ |
আমি আরবী ভাষা পড়েছিলাম |
كُنْتُ دَرَسْتُ اللُّغَةَ العَرَبِيَّةَ |
ঘ) অতীতে সম্ভাবনা = لَعَلَّمَا + الْمَاضِي অথবা يَكُونُ + الْمَاضِي
সামির সম্ভবত আরবী ভাষা পড়েছে |
لَعَلَّمَا سَمِيرُ دَرَسَ اللُّغَةَ الْعَرَبِيَّةَ |
হামিদ সম্ভবত মাসজিদে গিয়েছে |
لَعَلَّمَا حَامِدٌ ذَهَبَ إلَى الْمَسْجِدِ |
ঙ) অতীতে কাজের জন্য আফসোস/আশা অর্থে لَيْتَمَا + الْمَاضِي
অতীতে কাজের জন্য আফসোস/আশা বোঝাতে لَيْتَمَا + الْمَاضِيব্যবহৃত হয়।
যদি সামির আরবী ভাষা পড়ত! |
لَيْتَمَا سَمِيرُ دَرَسَ اللُّغَةَ الْعَرَبِيَّةَ |
যদি তোমরা জানতে! |
لَيْتَمَا عَلِمْتُمْ |
চ) দুয়া করার জন্য অতীত কালের ব্যবহার
আল্লাহ তার উপর রহম কর |
رَحِمَهُ اللّٰهُ |
আল্লাহ তাকে ক্ষমা করুক |
غَفَرَ اللّٰهُ لَهُ |
আল্লাহ তোমার মুখকে ধ্বংস না করুক |
لَافَضَّ اللّٰهُ فَاكَ |
আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক |
جَزَاكَ اللهُ خَيْرًا |
আল্লাহ তাকে হেফাজত করুক |
حَفِظَهُ اللهُ |
কোর্স বিষয়বস্তু