যেতে (to go), পড়তে (to read), খেতে (to eat), বসতে (to seat) ইত্যাদি হল অসমাপিকা ক্রিয়া (Infinitive) ।  আরবীতে একে বলে الْمَصْدَرُ الْمُؤَوَّلُএর সাধারণ গঠন হল أَنْ + الْمُضَارِعُ مَنْصُوْب  যেমনঃ  أَنْ يَذْهَبَ  ‘যেতে, أَنْ يَخْرُجَ  ‘বের হতে’  ইত্যাদি।

 

أُرِيْدُ أَنْ أَخْرُجَ مِنَ الْبَيْتِ

আমি বাড়ি থেকে বের হতে চাই

أُحِبُّ أَنْ أَقْرَأَ الْقُرآنَ

আমি কুরআন পড়তে ভালোবাসি

إِنَّ اللَّـهَ لَا يَسْتَحْيِي أَن يَضْرِ‌بَ مَثَلًا

নিশ্চয়ই আল্লাহ একটা উদাহরণ দিতে লজ্জা পান না

إِنَّ اللَّـهَ يَأْمُرُ‌كُمْ أَن تَذْبَحُوا بَقَرَ‌ةً

নিশ্চয়ই আল্লাহ তোমাদের একটি গাভী জবেহ করতে আদেশ করেন

أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُوا الْجَنَّةَ

তোমরা কি ভেবেছো তোমরা জান্নাতে প্রবেশ করবে?

 

কারণ বোঝাতে মুদারীর لِ পুর্বে আসে।  একেلَامُ التَعْلِيْلِ  বলে। এরপর মুদারী মানসুব হয়।  

হামিদ এসেছে বসার জন্যে

جَاءَ حَامِدٌ لِيَجْلِسَ

আমি দাড়িয়েছি বের হওয়ার জন্য

قُمْتُ لِأَخْرُجَ

কোর্স বিষয়বস্তু

7 চ্যাপ্টার • 64 পাঠ