বর্তমান কালের ক্রিয়ার পূর্বে বিভিন্ন অব্যয় আসলে বিভিন্ন ধরনের অর্থ হয়ে থাকে। যেমন নিচের চার্টটি আমরা খেয়াল করি,

হামিদ আরবী পড়ে

يَدْرُسُ حَامِدٌ العَرَبِيَّةَ

 

নিশ্চয়ই হামিদ আরবী পড়ে

قَدْ يَدْرُسُ حَامِدٌ العَرَبِيَّةَ

قَدْ +

হামিদ মাঝে মাঝে আরবী পড়ে

قَدْ يَدْرُسُ حَامِدٌ العَرَبِيَّةَ

 

হামিদ হয়ত আরবী পড়ে

قَدْ يَدْرُسُ حَامِدٌ العَرَبِيَّةَ

 

হামিদ আরবী পড়তো

كَانَ يَدْرُسُ حَامِدٌ العَرَبِيَّةَ

كَانَ +

হামিদ প্রায় আরবী পড়ে ফেলল

كَادَ يَدْرُسُ حَامِدٌ العَرَبِيَّةَ

كَادَ +

হামিদ প্রায় আরবী পড়ে ফেলবে

يَكَادُ يَدْرُسُ حَامِدٌ العَرَبِيَّةَ

يَكَادُ +

 

এখন আমরা এগুলোর বিস্তারিত দেখব,

) মুদারীতে  قَدْ  শব্দের ব্যবহার

মুদারির পূর্বে قَدْ আসলে তা নিশ্চয়তা, অপ্রতুলতা, সম্ভাবনা/সন্দেহ প্রকাশ করে।

তুমি অবশ্যই জান যে আমি তোমাদের জন্য আল্লাহর রাসুল

وَ قَدْ تَعْلَمُ أَنِّي رَسُوْلُ اللهِ إِلَيْكُمْ

নিশ্চয়তা

মাঝে মাঝে অলস ছাত্রও পাশ করে

قَدْ يَنْجَحُ الطَّالِبُ الكَسْلَانُ

 

অপ্রতুলতা

মাঝে মাঝে মুনাফিকও সত্য কথা বলে

قَدْ يَقُولُ الْمُنَافِقُ كَلِمَةَ الْحَقِّ

আজ বৃষ্টি নামতে পারে

قَدْ يَنْزِلُ الْمَطَرُ اليَوْمَ

সম্ভবনা

 

খ)  ঘটমান অতীত কাল =  كَانَ + الْمُضَارِعُ

অতীতে একটা কাজ চলছিল এরূপ বোঝাতে كَانَ + الْمُضَارِعُ ব্যবহৃত হয়

হামিদ খাচ্ছিল

كَانَ حَامِدٌ يَأْكُلُ

খাদিজা খাচ্ছিল

كَانَتْ خَدِيْجَةُ تَأْكُلُ

তাঁরা উভয়েই খাদ্য ভক্ষণ করতেন

كَانَا يَأْكُلَانِ الطَّعَامَ

তারা বলবে, যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম, তবে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না

وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ

আর আমাদের মধ্যে নির্বোধেরা আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা কথাবার্তা বলত

وَأَنَّهُ كَانَ يَقُولُ سَفِيهُنَا عَلَى اللَّهِ شَطَطًا

তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার কর

كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

 

গ) প্রায়ই ঘটেছিল বা ঘটবে এমন ক্ষেত্রে  كَادَ- يَكَادُএর ব্যবহার

প্রায়ই ঘটেছিল এক্ষেত্রেكَادَ + اِسْمٌ مَرْفُوْعٌ + الْمُضَارِعُ  এবং প্রায়ই ঘটতে যাবে এমন ক্ষেত্রে يَكَادُ + اِسْمٌ مَرْفُوْعٌ + الْمُضَارِعُ    গঠন আসে,

বালকটি প্রায় হেসেই ফেলেছিল

كَادَ الْوَلَدُ يَضْحَكُ

তাদের কিছু কিছু অন্তর প্রায় ঘুরে গিয়েছিল 

كَادَ يَزِيغُ قُلُوبُ فَرِ‌يقٍ مِّنْهُمْ

বালকটি প্রায় হেসে ফেলবে

يَكَادُ الْوَلَدُ يَضْحَكُ

বিদ্যুৎ চমক প্রায় তাদের দৃষ্টি কেড়ে নেবে

يَكَادُ الْبَرْ‌قُ يَخْطَفُ أَبْصَارَ‌هُمْ

ক্রোধে জাহান্নাম যেন ফেটে পড়বে

تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ

আকাশ উপর থেকে ফেটে পড়ার উপক্রম হবে

تَكَادُ السَّمَاوَاتُ يَتَفَطَّرْنَ مِن فَوْقِهِنَّ

 

লিংগ ও বচনভেদে كَادَ এর রূপ

كِدْتَ

كِدْنَ

كَادَتَا

كَادَتْ

كَادُوا

كَادَا

كَادَ

كِدْنَا

كِدْتُ

كِدْتُنَّ

كِدْتُمَا

كِدْتِ

كِدْتُمْ

كِدْتُمَا

কোর্স বিষয়বস্তু

7 চ্যাপ্টার • 64 পাঠ