أَمْرٌ বা আদেশ الْمُضَارِعُ এর ২য় পুরুষে হয়। আদেশ সর্বদা মাজ্জুম। الْمُضَارِعُ থেকে কয়েকটি ধাপে এটা পরিবর্তিত হয়। যেমন,
- تَذْهَبُ এর الْمُضَارِعُ এর আলামত تَ এবং মারফুর আলামত ‘পেশ’ উঠে যাবে। শেষে মাজ্জুমের আলামত ‘সাকিন’ বসবে, ذْهَبْ
- প্রথমে সাকিন বসায় উচ্চারন করা যাচ্ছে না। তাই এখানে اِ বা اُ রূপে হামজাতুল ওয়াসলি আসবে। عকালিমায় পেশ থাকলে اُ নাহলে اِ
তুমি যাও! |
تَذْهَبُ > ذْهَبْ > اِذْهَبْ |
عকালিমায় যবর |
তুমি সাহায্য কর! |
تَنْصُرُ > نْصُرْ > اُنْصُرْ |
عকালিমায় পেশ |
আদেশ সূচক |
أَمْرٌ |
সাধারণ বর্তমান |
الْمُضَارِعُ |
তুমি যাও! |
اِذْهَبْ |
তুমি যাও |
تَذْهَبُ |
তোমরা দুজন যাও! (স্ত্রী বা পুং) |
اِذْهَبَا |
তোমরা দুজন যাও (স্ত্রী বা পুং) |
تَذْهَبَانِ |
তোমরা সকলে যাও! |
اِذْهَبُوْا |
তোমরা সকলে যাও |
تَذْهَبُوْنَ |
তুমি (স্ত্রী) যাও! |
اِذْهَبِيْ |
তুমি(স্ত্রী) যাও |
تَذْهَبِيْنَ |
তোমরা সকল (স্ত্রী) যাও! |
اِذْهَبْنَ |
তোমরা সকল(স্ত্রী) যাও |
تَذْهَبْنَ |
أَمْرٌ আদেশ |
|||
বহুবচন |
দ্বিবচন |
একবচন |
|
اُنْصُرُوْا |
اُنْصُرَا |
اُنْصُرْ |
পুং |
اُنْصُرْنَ |
اُنْصُرَا |
اُنْصُرِيْ |
স্ত্রী |
কুরআনীয় উদাহরণ
ফেরাউনের কাছে যাও |
اِذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ |
তোমরা উভয়ে যাও আমার নিদর্শনাবলী নিয়ে |
فَاذْهَبَا بِآيَاتِنَا |
শুন, আনুগত্য কর এবং ব্যয় কর |
وَاسْمَعُوا وَأَطِيعُوا وَأَنفِقُوا |
অতঃপর আমি বললাম, স্বীয় যষ্ঠির দ্বারা আঘাত কর পাথরের উপরে |
فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ |
এবং যখন আমি আদম কে সেজদা করার জন্য ফেরেশতাগণকে নির্দেশ দিলাম, |
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ |
এবং আমি বললাম, তোমরা নেমে যাও। তোমরা পরস্পর একে অপরের শক্র |
وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ |
সুতরাং তোমরা আমাকে স্মরণ কর, আমি তোমাদের স্মরণ রাখবো |
فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ |
এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ কর; অকৃতজ্ঞ হয়ো না |
وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ |
অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও |
فَادْخُلِي فِي عِبَادِي |
আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। |
وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ |
কোর্স বিষয়বস্তু