তৃতীয়পুরুষে/ প্রথম পুরুষের মুদারী মাজ্জুমের আগে لِ  বসালে আদেশ বোঝায়যেমনঃ

সে লেখুক

لِيَكْتُبْ

সে যাক

لِيَذْهَبْ

সে খাক

لِيَأْكُلْ

তারা দুইজন (পুং) বসুক

لِيَجْلِسَا

সে (একজন মেয়ে) বসুক

لِتَجْلِسْ

আমরা যেন খাই

لِنَأْكُلْ

 

এই لِ কে বলা হয়  لَامُ الْاَمْرِ এটা যের বিশিষ্ট হয়। তবে এর পূর্বে  وَ ,فَ , ثُمَّআসলে সুকুন বিশিষ্ট হয়। যেমনঃ

প্রত্যেক ছাত্র যেন বসে এবং লেখে

لِيَجْلِسْ كُلُّ طَالِبٍ وَلْيَكْتُبْ

সুতরাং সে বের হোক

فَلْيَخْرُجْ

আমরা যেন কিছু পড়ি অতঃপর যেন ঘুমাই

لِنَقْرَأْ قَلِيْلًا ثُمَّ لْنَنَمْ

এর জন্যে পরিশ্রমীরা পরিশ্রম করুক

لِمِثْلِ هَٰذَا فَلْيَعْمَلِ الْعَامِلُونَ

সে যেন সৎকর্ম সম্পাদন করে

فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا

 

فَلْيَعْمَلِ الْعَامِلُونَ শব্দটি মুলত فَلْيَعْمَلْ  الْعَامِلُونَ । যেহেতু পরপর দুটি সাকিন আসলে উচ্চারণ করা যায় না তাই প্রথম সাকিনকে হরকত দেওয়া হয়েছে। সাধারনত কিছু ক্ষেত্র বাদে প্রথম সাকিনে যের বসে। এসম্পর্কে পরবর্তীতে আলোচনা করা হয়েছে।

 

তৃতীয়পুরুষে/ প্রথম পুরুষের মুদারী মাজ্জুমের আগে لَا   বসালে নিষেধ বোঝায়। যেমনঃ

সে না লেখুক

لَا يَكْتُبْ

সে না যাক

لَا يَذْهَبْ

সে না  খাক

لَا يَأْكُلْ

তারা দুইজন (পুং) না  বসুক

لَا يَجْلِسَا

সে (একজন মেয়ে) না বসুক

لَا تَجْلِسْ

আমরা যেন না খাই

لَا نَأْكُلْ

কেউ যেন কাউকে উপহাস না করে

لَا يَسْخَرْ أحَدٌ مِنْ أحَدٍ

 

কুরানীয় উদাহরণঃ

অতএব তারা যেন এবাদত করে এই ঘরের রবের

فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ

কেউ যেন কাউকে উপহাস না করে

لَا يَسْخَرْ أحَدٌ مِنْ أحَدٍ

সে সৎকর্ম সম্পাদন করুক

فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا

তোমাদের মধ্যে কোন লেখক যেন তা লিখে দেয়

وَلْيَكْتُب بَّيْنَكُمْ كَاتِبٌ

এবং ঋন গ্রহীতা যেন লেখার বিষয় বলে দেয়

وَلْيُمْلِلِ الَّذِي عَلَيْهِ الْحَقُّ

এবং সে যেন স্বীয় পালনকর্তা আল্লাহকে ভয় করে

وَلْيَتَّقِ اللَّهَ رَبَّهُ

এবং লেখার মধ্যে বিন্দুমাত্রও বেশ কম না করে

وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْئًا

 

কোর্স বিষয়বস্তু

7 চ্যাপ্টার • 64 পাঠ