الانفطار

সূরা আল ইনফিতার

Surah Al-Infitar

(Click on arabic word to see details / শব্দের বিশ্লেষণ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন)

যখন আকাশ বিদীর্ণ হবে,

যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে,

যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,

এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে,

তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে।

হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল?

যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।

যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।

কখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর।

১০

অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে।