عبس

সূরা আবাসা

Surah Abasa

(Click on arabic word to see details / শব্দের বিশ্লেষণ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন)

১১

কখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী।

১২

অতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে।

১৩

এটা লিখিত আছে সম্মানিত,

১৪

উচ্চ পবিত্র পত্রসমূহে,

১৫

লিপিকারের হস্তে,

১৬

যারা মহৎ, পূত চরিত্র।

১৭

মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ!

১৮

তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন?

১৯

শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন।

২০

অতঃপর তার পথ সহজ করেছেন,