ইনশা হলো এমন বিষয় যা সত্য বা মিথ্যা হতে পারেনা। যেমন আদেশ, নিষেধ, প্রশ্ন, আশ্চর্য, আশা , আশংকা ইত্যাদি।  

 

ক) আদেশ  

 

আক্ষরিক অর্থে আদেশ

 

ফেরাউনের কাছে যাও নিশ্চয়ই সে সীমালঙ্ঘন করেছে 

اذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ

আদেশ (প্রার্থনা

সে বললঃ হে আমার পালনকর্তা! আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্যে একটি গৃহ নির্মাণ করুন

قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ

আদেশ (উপদেশ

 

অতঃপর নামায সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ তালাশ কর

فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ

আদেশ (সতর্কতা)   

 

তোমরা যা ইচ্ছা কর, নিশ্চয় তিনি দেখেন যা তোমরা কর

اعْمَلُوا مَا شِئْتُمْ إِنَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

 

খ) নিষেধ   

 

আক্ষরিক অর্থে নিষেধ

 

তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না

وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ

নিষেধ (প্রার্থনা)

 

যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না

رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا

নিষেধ (উপদেশ)

 

হে মুমিণগন, এমন কথাবার্তা জিজ্ঞেস করো না, যা তোমাদের কাছে পরিব্যক্ত হলে তোমাদের খারাপ লাগবে

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَسْأَلُوا عَنْ أَشْيَاءَ إِن تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ

 

 

গ) প্রশ্ন

 

আক্ষরিক অর্থে প্রশ্ন

 

জিজ্ঞেস করলেন" হে মারইয়াম! কোথা থেকে এসব তোমার কাছে এলো?

قَالَ يَا مَرْيَمُ أَنَّىٰ لَكِ هَٰذَا

প্রশ্ন (অস্বীকৃতি

 

তারা আপনাকে জিজ্ঞাসা করে, কেয়ামত কখন হবে?

يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا

প্রশ্ন (আশ্চর্য)  

 

কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরী অবলম্বন করছ? অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ। অতঃপর তিনিই তোমাদেরকে প্রাণ দান করেছেন

كَيْفَ تَكْفُرُونَ بِاللَّهِ وَكُنتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ

প্রশ্ন (প্রশংসা)    

 

যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?

وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا

প্রশ্ন (বিদ্রূপ)    

 

তারা বলল-হে শোয়ায়েব (আঃ) আপনার নামায কি আপনাকে ইহাই শিক্ষা দেয় যে, আমরা ঐসব উপাস্যদেরকে পরিত্যাগ করব আমাদের বাপ-দাদারা যাদের উপাসনা করত?

قَالُوا يَا شُعَيْبُ أَصَلَاتُكَ تَأْمُرُكَ أَن نَّتْرُكَ مَا يَعْبُدُ آبَاؤُنَا

 

 

 

গ) আকাঙ্ক্ষা, আশা, শপথ    

 

আকাঙ্ক্ষা 

যদি কোনরূপে একবার ফিরে যেতে পারি, তবে আমি সৎকর্মপরায়ণ হয়ে যাব

لَوْ أَنَّ لِي كَرَّةً فَأَكُونَ مِنَ الْمُحْسِنِينَ

আশা

সম্ভবতঃ আমাদের পালনকর্তা পরিবর্তে এর চাইতে উত্তম বাগান আমাদেরকে দিবেন

عَسَىٰ رَبُّنَا أَن يُبْدِلَنَا خَيْرًا مِّنْهَا

শপথ

আল্লাহর কসম, আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম

تَاللَّهِ إِن كُنَّا لَفِي ضَلَالٍ مُّبِينٍ

প্রশংসা নিন্দা

 

তারা যা করত তা অবশ্যই মন্দ ছিল

لَبِئْسَ مَا كَانُوا يَفْعَلُونَ

গঠনগত অর্থে খবর কিন্তু অর্থের চাহিদার দিক দিয়ে ইনশা

 

যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ