আয়াতসমূহের মধ্যে কিছু চিহ্ন থাকে যেমন   ع    م   ط   ص   ج   لا    O ইত্যাদি।  এদের মধ্যে,  م থামতে হবে এবং لا হলে থামা যাবে না। তবে গোল চিহ্ন এর উপর لا আসলে থামলে সমস্যা নাই। 

উদাহরণ স্বরুপ যেমন সুরা মায়েদার ৬৪ নং আয়াতে আমরা দেখি,

أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ  .  بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

وَقَالَتِ الْيَهُودُ يَدُ اللَّهِ مَغْلُولَةٌ ط  غُلَّتْ أَيْدِيهِمْ وَلُعِنُوا بِمَا قَالُوا م  بَلْ يَدَاهُ مَبْسُوطَتَانِ لا يُنفِقُ كَيْفَ يَشَاءُ ط  وَلَيَزِيدَنَّ كَثِيرًا مِّنْهُم مَّا أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ طُغْيَانًا وَكُفْرًا ط وَأَلْقَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ ط كُلَّمَا أَوْقَدُوا نَارًا لِّلْحَرْبِ أَطْفَأَهَا اللَّهُ لا وَيَسْعَوْنَ فِي الْأَرْضِ فَسَادًا ط وَاللَّهُ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ (٦٤)

 


বাকী গুলোতে থামাও জায়েজ, না থামাও জায়েজ। এছাড়াও কিছু কিছু বর্ন বা বর্নসমষ্টি রয়েছে যেগুলো বিস্তারিত উস্তাদের কাছ থেকে জেনে নিতে হবে। প্রাথমিক পর্যায়ের আলোচনায় আমরা তা উল্লেখ করলাম না।

কোর্স বিষয়বস্তু

7 চ্যাপ্টার • 23 পাঠ

অধ্যায়-২
1 lesson

চাপ্টার-৫
1 lesson