ক্রিয়ার সাথে হারফ জার

ক্রিয়ার সাথে হারফ জার আসলে ক্রিয়ার মূল অর্থ পরিবর্তিত হয়। এখানে কিছু উদাহরণ দেখানো হল,

 

সে স্বচেষ্ট হল

ضَرَبَ فِي

সে আসল

أَتَى

সে উল্লেখ করলো

ضَرَبَ لِ

সে নিয়ে আসল

أَتَى بِ

সে জমা করল

ضَرَبَ عَلَى

সে খুঁজল

بَغَى

সে উদাহরণ দিল

ضَرَبَ مَثَلًا

সে অবিচার করল

بَغَى عَلَى

সে মুছে দিলো 

عَفَا

সে তাওবা করল

تَابَ،تَابَ إِلَى

সে ক্ষমা করল

عَفَا عَنْ

সে তাওবা গ্রহন করল

تَابَ عَلَى

সে পুর্ণ করল

قَضَى

সে আসল

جَاءَ

সে বিচার করল

قَضَى بَيْنَ

সে নিয়ে আসল

جَاءَ بِ

সে হত্যা করল

قَضَى عَلَى

সে গেলো

ذَهَبَ

রাখলো

وَضَعَ

নিয়ে গেলো

ذَهَبَ بِ

মুছে দিল 

وَضَعَ عَنْ

চলে গেল

ذَهَبَ عَنْ

ফিরে গেল

وَلَّى

সন্তুষ্ট হল

رَضِيَ

একটা দিকে ফিরে গেল  

وَلَّى إِلَى

কারও উপর সন্তুষ্ট হল

رَضِيَ عَنْ

কিছু হতে ফিরে গেল

وَلَّى عَنْ

সাক্ষ্য দিলো

شَهِدَ

 

 

বিরুদ্ধে সাক্ষ্য দিলো

شَهِدَ عَلَى

 

কুরানীয় উদাহরণঃ

যখন তিনি কোন কার্য সম্পাদনের সিন্ধান্ত নেন,

وَإِذَا قَضَىٰ أَمْرًا

তখন মূসা তাকে ঘুষি মারলেন এবং তাকে হত্যা করল

فَوَكَزَهُ مُوسَىٰ فَقَضَىٰ عَلَيْهِ

অতঃপর তোমাদের মধ্যে যে লোক মাসটি প্রতক্ষ্য করবে

فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ

আমরা নিজেদের বিপক্ষে সাক্ষী দিলাম  

شَهِدْنَا عَلَىٰ أَنفُسِنَا

অতঃপর যে তওবা করে স্বীয় পাপের পর এবং সংশোধিত হয়,

فَمَن تَابَ مِن بَعْدِ ظُلْمِهِ وَأَصْلَحَ

নিশ্চয় আল্লাহ তার তওবা কবুল করেন

فَإِنَّ اللَّهَ يَتُوبُ عَلَيْهِ ۗ

যখন সে তার পালনকর্তার নিকট সুষ্ঠু চিত্তে উপস্থিত হয়েছিল

إِذْ جَاءَ رَبَّهُ بِقَلْبٍ سَلِيمٍ

যা মূসা নিয়ে এসেছিল জ্যোতিস্বরূপ

الَّذِي جَاءَ بِهِ مُوسَىٰ نُورًا

 


Asadullah

صلة الفعل কী? বুঝে আসেনি৷

reply

Admin

ক্রিয়ার সাথে সংযুক্তি

reply