البَلَاغَةُ বাক্যালংকার
আরবী বাক্যে বালাগাহ বলতে বাক্যের সুন্দর ও যথাযথ উপস্থাপন বোঝায়। এতে বাক্যের উপস্থাপন এমন হয় যে বক্তার মনের ভাব সুন্দর ভাষায়, স্থান ও কালানুযায়ী সঠিকভাবে উপস্থাপিত হয়। এর মূলত তিনটি শাখা রয়েছে,
১. البَيَانُ এই অংশে বাক্যে আলংকারিক, রুপক, উপমার প্রয়োগ আলোচনা করা হয়। এর মধ্যে রয়েছে তুলনামুলক কথা, রূপক কথা ও ইঙ্গিতপূর্ন কথা।
২. الْمَعَانِي এই অংশে বাক্যের অর্থকে স্থান কাল পাত্রের চাহিদানুযায়ী হওয়া নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে রয়েছে খবর ও ইনশা, সংক্ষিপ্তকরণ, অতিরিক্ত শব্দ শব্দের বদল, যথাযথ শব্দ, শব্দের স্থান পরিবর্তন ইত্যাদি।
৩. البَدِيْعُ এই অংশে বাক্যের ছন্দ প্রকরণ, শব্দ ও অর্থগত সৌন্দর্য নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে রয়েছে একই শব্দের একাধিক প্রয়োগ, ছন্দ মিল, বিপরীত অর্থের শব্দ প্রয়োগ, ঠাট্টা বিদ্রুপ, অবাক করা উত্তর, দৃষ্টি আকর্ষণ ইত্যাদি।
বালাগাত জেনে নেওয়ার পর আমার কুরআন স্টাডি পদ্ধতি কিভাবে হবে? কিভাবে প্রয়োগ হবে? যেমন ধরে নেই- الحمد لله رب العالمين এখানে কিভাবে প্রয়োগ করবো? mhossainzihadi@gmail.com
reply