البَلَاغَةُ বাক্যালংকার
আরবী বাক্যে বালাগাহ বলতে বাক্যের সুন্দর ও যথাযথ উপস্থাপন বোঝায়। এতে বাক্যের উপস্থাপন এমন হয় যে বক্তার মনের ভাব সুন্দর ভাষায়, স্থান ও কালানুযায়ী সঠিকভাবে উপস্থাপিত হয়। এর মূলত তিনটি শাখা রয়েছে,
১. البَيَانُ এই অংশে বাক্যে আলংকারিক, রুপক, উপমার প্রয়োগ আলোচনা করা হয়। এর মধ্যে রয়েছে তুলনামুলক কথা, রূপক কথা ও ইঙ্গিতপূর্ন কথা।
২. الْمَعَانِي এই অংশে বাক্যের অর্থকে স্থান কাল পাত্রের চাহিদানুযায়ী হওয়া নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে রয়েছে খবর ও ইনশা, সংক্ষিপ্তকরণ, অতিরিক্ত শব্দ শব্দের বদল, যথাযথ শব্দ, শব্দের স্থান পরিবর্তন ইত্যাদি।
৩. البَدِيْعُ এই অংশে বাক্যের ছন্দ প্রকরণ, শব্দ ও অর্থগত সৌন্দর্য নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে রয়েছে একই শব্দের একাধিক প্রয়োগ, ছন্দ মিল, বিপরীত অর্থের শব্দ প্রয়োগ, ঠাট্টা বিদ্রুপ, অবাক করা উত্তর, দৃষ্টি আকর্ষণ ইত্যাদি।