অনির্দিষ্ট نَكِرَةٌ এবং নির্দিষ্ট مَعْرِفَةٌ
কিছু ব্যতিক্রম বাদে ইসমের শেষে সাধারণত تَنْوِيْنٌ থাকে। ইসমের শেষে تَنْوِيْنٌ থাকলে সেটা অনির্দিষ্ট (Indefinite) ও একবচন (Singular) বোঝায়। যেমন, كِتَابٌ একটি বই, كُرْسِيٌّ একটি চেয়ার, بَيتٌ একটি বাড়ি ইত্যাদি। অনির্দিষ্ট اِسْمٌ কে নির্দিষ্ট (Definite) করতে اَلْ হারফটি যুক্ত করতে হয়। সেক্ষেত্রে تَنْوِيْنٌ এর এক হরকত উঠে যায়।
চাবিটি |
الْمِفْتَاحُ |
একটি চাবি |
مِفْتَاحٌ |
কলমটি |
الْقَلَمُ |
একটি কলম |
قَلَمٌ |
লোকটি |
الرَّجُلُ |
একটি লোক |
رَجُلٌ |
বিড়ালটি |
الْقِطُّ |
একটি বিড়াল |
قِطٌّ |
মনে রাখতে হবে, নামবাচক ইসমের শেষে তানয়ীন থাকলেও সেটা নির্দিষ্ট। যেমন زَيْدٌ ‘জায়েদ” এর শেষে তানয়ীন থাকা সত্ত্বেও তা নির্দিষ্ট।
অনির্দিষ্ট মানেই কি তাহলে সিংগুলার নম্বর বুঝাবে? অনির্দিষ্ট কখনোই প্লুরাল হবেনা?
reply
Na. Indefinite manei singular noi. can be both.
reply
এখানে দেয়া সব উদাহরণেই কি সিংগুলার মিন করা হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে কিভাবে বুঝবো? যেমন: ওয়ালাদুন দিয়ে একটি সন্তান বোঝায় না এক/একাধিক সন্তান বোঝায়? 'এক/একাধিক' বোঝালে তো ব্যাপার টা ফিক্সড হচ্ছেনা,মানে আমরা শিওর হতে পারছিনা যে একটি সন্তানকে বোঝানো হয়েছে না একাধিক...ব্যাপারটা কি এমন শাইখ?
reply
এখানে দেয়া সব উদাহরণেই কি সিংগুলার মিন করা হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে কিভাবে বুঝবো? যেমন: ওয়ালাদুন দিয়ে একটি সন্তান বোঝায় না এক/একাধিক সন্তান বোঝায়? 'এক/একাধিক' বোঝালে তো ব্যাপার টা ফিক্সড হচ্ছেনা,মানে আমরা শিওর হতে পারছিনা যে একটি সন্তানকে বোঝানো হয়েছে না একাধিক...ব্যাপারটা কি এমন শাইখ?
reply
আপনি দ্বিবচন, বহুবচনের নিয়মগুলো শিখে ফেলার পর আর কোন কনফিউশন হবে না।
reply
Assalamualaikum vai . ei 7 type er noun to pdf book a nai . bisoy ta ektu dekhbn pls
reply
আচ্ছা ইনশা আল্লাহ
reply